বিনোদন ডেস্ক
বলিউডে আবারও করোনার হানা। মহামারি এই ভাইরাসে এবার আক্রান্ত হলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু করোনাকে সাধারণ ফ্লু বলে উড়িয়ে দিলেন নায়িকা। সঙ্গে এমন অভিযোগও করেন, করোনা নিয়ে মিডিয়ার লোকজন বেশি বাড়াবাড়ি করছে।
নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘আমি কোয়ারেন্টিনে আছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনে গেছি, এবার ধ্বংস করব। করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা একটা সাধারণ ফ্লু। এটা নিয়ে সংবাদমাধ্যম বেশি বাড়াবাড়ি করছে।
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর এবং হিংসাত্মক পোস্ট দেয়ার জন্য কিছুদিন আগে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তাই বর্তমানে সমস্ত কাজের আপডেট ইনস্টাগ্রামে দিচ্ছেন নায়িকা।
ইনস্টাগ্রামে যোগব্যায়াম পোজে ছবি দিয়ে কঙ্গনা আরও লিখেছেন, ‘আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। হিমাচল যাব ভাবছিলাম, তাই গতকাল করোনা টেস্ট করাই। আজ শনিবার রেজাল্ট পজিটিভ এসেছে।’