ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের খিচা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোণা উত্তর উজির দুর্গাপুর গ্রামের শহীদ মিয়া, রামনগর দুর্গাপুরের যাত্রী মো. খলিল এবং আলমপুরের মো. মাসুম। তাদের মধ্যে শহীদ মিয়া অটোরিকশার চালক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি নেত্রকোণার দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে খিচা নামক এলাকায় পৌঁছার পর নেত্রকোণাগামী একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে ট্রাকের চালককে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।