বিশেষ প্রতিবেদক :
চলমান সর্বাত্মক লকডাউনেও রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ চোখে পড়ার মতো। কোথাও কোথাও যানজটও চোখে পড়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ চিত্র দেখা গেছে।
বেশিরভাগ সড়কে গাড়ির চাপ রয়েছে। কোথাও কোথাও রয়েছে তীব্র যানজট। সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ থেকে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত টানা যানজট ছিল। এদিকে, সকাল ১০টার পরপর জিরো পয়েন্ট থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়কেও বেশ যানজট চোখে পড়েছে।
হেফাজত নেতা মামুনুল হককে কোর্টে উপস্থাপনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সড়কে পুলিশের বাড়তি সতর্কতা চোখে পড়েছে।