বিনোদন ডেস্ক : সর্বশেষ ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের দুই জনপ্রিয় মুখ বিপাশা বসু এবং রণবীর কাপুর। তাদের মধ্যে প্রেম- এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। সময়ের সঙ্গে এই গুঞ্জনও বাতাসে ভেসে বেড়ায়। তবে এরপর আর কখনও একসঙ্গে দেখা যায়নি তাদের।
দীর্ঘ ১৩ বছর পরে আবারও একসঙ্গে একটি বিজ্ঞাপন শ্যুট করেছেন রণবীর এবং বিপাশা।
এরপরেই প্রশ্নের উদয় হয়েছে, ‘আবারও কি বড় পর্দায় ফিরছেন বিপাশা?’ টুইটারে এই প্রশ্নের জবাবও দিয়েছেন বিপাশা। তিনি জানিয়েছেন, ছবির বিষয় ভালো হলেই বড় পর্দায় অভিনয় করবেন তিনি।
একদিকে যেমন বিপাশার ‘কামব্যাক’ নিয়ে প্রশ্ন, অন্য দিকে উচ্ছ্বাস। এতদিন পর রণবীর এবং বিপাশাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
অতীতে ‘ধুম ২; ‘হেরা ফেরি’, ‘জিসম’ এর মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে দেখা যায় তাকে। ওয়েব সিরিজেও ইতোমধ্যে হাতেখড়ি হয়েছে তার। তবে আবারও বিপাশাকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।