পঞ্চগড় প্রতিনিধি : আজ রোববার সকালে পঞ্চগড় চৌরঙ্গী মোড়, ধাক্কামারা, ব্যারিস্টার বাজার, জালাসী মোড়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্ট্রেশন, সিএন্ডবি মোড়, পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল, জজ কোর্ট পঞ্চগড়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এলাকা সহ বিভিন্ন জায়গায় করোনাভাইরাস সংক্রামণ থেকে জনসচেতন গড়তে বিভিন্ন লিফলেট মাইকিং করে হাত ধোঁয়া সচেতনতা মূলক প্রচার করেন এবং বিভিন্ন পেশা শ্রেণি মানুষকে ফ্রি মাস্ক বিতরণ করে মাস্ক পরিধান করিয়ে দেন। পুলিশ সুপারের সচেতনতা মূলক প্রচারে ফলে এলাকায় শতভাগ মানুষ মাস্ক পড়ে ঘর থেকে বিভিন্ন কাজে বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজে যাচ্ছে। উক্ত সচেতনতা মূলক প্রচারকে স্বাগত জানিয়েছে পঞ্চগড়ে সকল শ্রেণির মানুষ।