মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় বন্দুকধারীদের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে হামলাকারীদের খুঁজে বের করতে দেশটির ন্যাশনাল ও সশস্ত্রবাহিনী তল্লাশি চালাচ্ছে। কে বা কারা হামলার সঙ্গে জড়িও দেশটির পুলিশের কাছে তা স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্বরোচিত এই হামলার বীভৎস দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। যাতে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি, ট্রাক ও রাস্তায় এবং গাড়িতে কর্মকর্তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে আমরা এই হামলার জবাব দেব।