নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে গেছে মাইক্রোবাস। এসময় মাইক্রোবাস চাপায় শাওন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত ৮টার দিকে ফেনীর সোনাগাজী-মুহুরী প্রকল্প সংলগ্ন সড়কের বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আহাছান উল্লাহ্ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম বিএএফ শাহিন কলেজের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোনাগাজীর মুহুরী প্রকল্প সংলগ্ন বাঁধ এলাকায় সড়কের পাশের চা দোকানে ঢুকে পড়ে। এসময় ওই মাইক্রোবাসে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দোকানে থাকা কলেজছাত্রের মৃত্যু হয়।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির বিষয়টি নিশ্চিত করেছেন।