হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি টেলিফিল্ম নির্মাণ করেছে চ্যানেল আই। নাম ‘উপহার’। এর গল্পে ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ ও পাক হানাদারদের বর্বরতার চিত্র উঠে এসেছে।
এছাড়া এই টেলিফিল্মে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর কী ভূমিকা ছিল, তাও তুলে ধরা হয়েছে। টেলিফিল্মটির গল্প লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফাইয়াদুজ্জামান তামীম। এটি পরিচালনা করেছেন এফ জামান তাপস।
এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ফারহানা মিলি। বিভিন্ন চরিত্রে আরও আছেন হাফিজুর রহমান সুরুজ, শিল্পী সরকার অপু, এইচ এম আমীন, সেজতি, শওন এবং খালিদসহ অনেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক এ টেলিফিল্মটি আগামী ১৭ মার্চ বেলা ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।