নেত্রকোনার খালিয়াজুরীতে ৯ কেজি গাঁজাসহ আকিরুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৪। শনিবার সকালে উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আকিরুল ইসলামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নগর গ্রামে।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, নেত্রকোনা ও সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলে আকিরুল দীর্ঘদিন যাবত মাদক কারবার চালিয়ে আসছিলেন। গোপন তথ্যে র্যাবের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ আকিরুল ইসলামকে আটক করে। পরে তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।