সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাসচাপায় এক গার্মেন্টস কর্মকর্তা নিহতের ঘটনায় তিনটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আরো ১০টি বাস ও ভাঙচুর করেন তারা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সামসুল আলম। তিনি শারমিন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, তারা সবাই কারখানা ছুটি শেষে সড়ক পার হচ্ছিল।এ সময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে সামসুলের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তিনজন শ্রমিক গুরুতর আহত হন।
ঘটনাস্থলে আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও সুদিপ কুমার রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন।