খুলনা শহরের একসময়ের ত্রাস এরশাদ শিকদারের চরিত্র অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’। এটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা সহিদ-উন-নবী। এখানে মূল চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। তার চরিত্রটির নাম নওশাদ। যে কিনা ভয়ংকর একজন খুনি।
বর্তমানে খুলনায় চলছে ওয়েব সিরিজটির শুটিং। এই সিরিজে থাকা নিজের লুকের একটি ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা মিলন। সেই ছবিতে খুবই ভয়ংকর চেহারায় ধরা দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, মিলনের রাগান্বিত চোখ। মাঝখান দিয়ে রক্তভেজা একটি হাতুড়ি।
নিজের চরিত্র সম্পর্কে মিলন বলেন, ‘একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে। আমরা সিরিজে অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।’ নির্মাণ শেষে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশ পাবে বলেও জানান মিলন।