ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে আগের সপ্তম অবস্থানেই আছে বাংলাদেশ। শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ২ নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির দল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-৩ ব্যবধানে হেরে তিন নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া।
২৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তান। ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। বাংলাদেশের আগের অবস্থান তথা ষষ্ঠ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ২৫১। অষ্টম, নবম ও দশম অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। বিরাট কোহলি রয়েছেন ৬ নম্বরে। তাঁর ওপরে চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুসেন।